ফাইনালের আগে ফ্রান্সের আরও দুজন অসুস্থ
একের পর এক দুঃসংবাদ ফ্রান্স ফুটবল দলে। বেশ কয়েকজন খেলোয়াড় জ্বর, ঠান্ডা, কাশিতে অসুস্থ, এ খবর পুরোনো। নতুর খবর হচ্ছে আরও দুজন অসুস্থ হয়ে পড়েছেন। যা ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশমের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিলো। নতুন করে অসুস্থ হয়ে পড়া দুই ফুটবলার হলেন রাফায়েল ভারানে ও ইব্রাহিম কোনাতে।
আগামী রোববার রাতে দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। মহারণ সামনে রেখে শুক্রবার অনুশীলন করেছে ফ্রান্স দল। কিন্তু সেই অনুশীলনে ছিলেন না ভারানে ও কোনাতে। বিশ্রামে পাঠানো হয়েছে তাদের। গতকাল জানা গেল তাদের অসুস্থতার খবর।
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। অসুস্থতার করণে সেমিফাইনালের ম্যাচটিতে ছিলেন না দায়োত উপামেচানো এবং আদ্রিয়েন রাবিয়ত। এ নিয়ে শুক্রবার রাতে দলটির ফরওয়ার্ড রানডাল কোলো মুয়ানি বলেছেন, ‘অসুস্থরা যে যার রুমে আইসোলেশনে আছেন। তারা চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। আমরা তাদের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখছি। এ ব্যাপারে আমরা খুব সতর্ক।’
এ নিয়ে কথা বলতে হলো ফরাসি ফরওয়ার্ড উসমান ডেম্বেলেকেও। সমর্থকদের আশ্বস্ত করেন তিনি। ডেম্বেলে আত্মবিশ্বাসী ফাইনালের লড়াইয়ে সেরা একাদশ নিয়েই মাঠে নামবে ফ্রান্স। নতুন করে অসুস্থ হয়ে পড়াদের গুরুত্ব দলে কতটুকু সেটা প্রধান কোচ দিদিয়ের দেশাম নিজেও জানেন।
শুক্রবার রাতে আশার কথাই শুনিয়েছেন ফরাসি কোচ। দেশাম বলেছেন, ‘ওরা অবশ্যই আমাদের দলের অন্যতম খেলেয়াড়। আমি চাইব ওদের নিয়ে ফাইনালের দল সাজাতে।’ শেষ পর্যন্ত ভারানে ও কোনাতেকে ফরাসি কোচ দলে পাবেন কিনা সেটা নিশ্চিত নয়। কিন্তু দুজনকে মহাগুরুত্ব ফাইনালে না পেলে সেটা যে বড় ধাক্কা হয়ে আসবে সেটা বলাই যায়।
স্বস্তিতে নেই আর্জেন্টিনাও। চোটের অস্বস্তিতে ভুগছেন প্রতিপক্ষ আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। যদিও তার চোট গুরুতর নয় বলে আর্জেন্টিনার তরফ থেকে জানানো হয়েছে। তবে বাতাসে ভাছে ফিসফাঁস। এমন উৎকণ্ঠার প্রশ্নও উঠছে। মেসি ফাইনালে শতভাগ ফিট হয়ে মেসি খেলতে পারবেন তো?