ফারাক্কা ব্রিজের গার্ডার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা
ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা ব্রিজের গার্ডার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। নির্মাণ কাজ চলাকালীন ব্রিজটির গার্ডার ভেঙে তিন শ্রমিক নিহত ও ৫ জন আহত হয়েছেন।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মালদহ-ফরাক্কা সংযোগকারী নির্মীয়মাণ সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। মালদহের বৈষ্ণবনগর এলাকায় রবিবার সন্ধ্যায় নির্মীয়মাণ এই ব্রিজের ১ ও ২ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর কাজ চলছিল। সে সময় ভেঙে পড়ে সেতুটির ওই অংশ।
দুর্ঘটনায় এক ইঞ্জিনিয়ারসহ ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বছর দেড়েক আগেই ফারাক্কা ব্যারেজের ওপরে দ্বিতীয় সেতু নির্মাণের কাজ শুরু হয়। তার মধ্যেই সেতুটি ভেঙে পড়ল।
মালদহের বৈষ্ণবনগর এলাকায় সেতুর দুটি স্তম্ভ তৈরি হয়েছে। সেই স্তম্ভের ওপরে যে অংশটি সেতুটিকে ধরে রাখবে, এ দিন বিকেল থেকে সেই অংশের কাজ চলছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকা প্রথম ও দ্বিতীয় স্তম্ভের উপরের অংশটি ভেঙে পড়ে। এরপর ওপরে থাকা ক্রেনটিও ভেঙে পড়ে। নির্মীয়মাণ সেতুতে বহু শ্রমিক রাতেও কাজ করছিলেন বলে জানা গেছে।
ধ্বংসস্তূপের মধ্যে আরও শ্রমিকের আটকে পড়েছেন কিনা তা দেখতে রাতেই শুরু হয় উদ্ধার কাজ। ঘটনাস্থলে মালদহ এবং মুর্শিদাবাদ জেলার পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা গেছেন। জানা গেছে, পুরো কাজটিই ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের মাধ্যমে একটি ঠিকাদারি সংস্থার করছে।
এই দুর্ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বিভিন্ন মহল থেকে গাফিলতির অভিযোগও আসছে। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা কিনা সেটিও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।