ফিলিস্তিনে সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের পুলিশ সম্প্রতি পশ্চিম তীরে জঙ্গি সন্দেহে তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরই পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের একজন বন্দুকধারী তেল আবিবের রাস্তায় গুলি করে তিনজনকে আহত করে। এমন কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি বলেন, ‘এ ধরনের কার্যক্রম দেশের নিরাপত্তা সংকট আরো বাড়িয়ে তুলবে।’
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অত্যন্ত সুদৃঢ় রয়েছে। তবে দখলকৃত এলাকা সম্প্রসারণ এবং উসকানিমূলক বক্তব্য নিরাপত্তা পরিস্থিতি সংকটে ফেলতে পারে। এ ধরনের সহিংসতা চলমান থাকলে যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করবে।’ তিনি আরো বলেন, ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারদের সহিংসতা আমাদের বিশেষভাবে চিন্তিত করছে।’