ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কোভিড পরীক্ষার কড়াকড়ি বাতিল করলো কাতার
আসন্ন ফুটবল বিশ্বকাপের দর্শকদের কাতার সফরের জন্য আর কোভিড-১৯ পরীক্ষার দরকার পড়বে না। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। এর আগে অন্য দেশ থেকে কাতার যেতে হলে সফরকারীকে পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক ছিল। কিন্তু আগামী ২০ নভেম্বর শুরু হতে চলা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে এই কড়াকড়ি বাতিল করা হয়েছে।
বিবৃতিতে কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, কাতার সফরকারীদের আর কোভিড-১৯ পিসিআর টেস্ট বা র্যাপিড এন্টিজেন টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে না। আগামী ১লা নভেম্বর থেকে এই নিয়ম কার্যকরী হবে। এর আগে গত মাসে কাতার জানিয়েছিল, দেশটিতে প্রবেশের জন্য কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট থাকাও আর বাধ্যতামূলক নয়।
এই বিশ্বকাপে এক মিলিয়নেরও বেশি বিদেশী সমর্থক কাতার যাবে বলে আশা করছে দেশটি। তাদের সুবিধার্থেই এই কড়াকড়ি তুলে নিয়েছে দোহা। ২০২০ সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে কোভিড মহামারী। এরপর এই ফুটবল বিশ্বকাপই প্রথম কোনো বড় আকারের বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতা। কাতারের যেসব নাগরিক এই সময় দেশে ফিরবেন তাদের জন্যেও কোভিড পরীক্ষার প্রয়োজন নেই বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।