Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 21, 2024
হেডলাইন
Homeপ্রবাসফোবানা ও মার্ক হোম কেয়ারের চতুর্থ কোভিড -১৯ ও অ্যান্টিবডি টেস্ট

ফোবানা ও মার্ক হোম কেয়ারের চতুর্থ কোভিড -১৯ ও অ্যান্টিবডি টেস্ট

ফোবানা ও মার্ক হোম কেয়ারের চতুর্থ কোভিড -১৯ ও অ্যান্টিবডি টেস্ট

মহামারী শুরুর পর থেকেই ফোবানা ধারাবাহিক কমিউনিটি ও মানবসেবার মতো কার্যক্রম অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ওজোন পার্কে ফোবানা চতুর্থবারের মতো আয়োজন করে কোভিড -১৯ ও অ্যান্টিবডি টেস্ট। যার সার্বিক সহযোগিতায় ছিল মার্ক হোম কেয়ার। এছাড়া আরও যারা সহযোগিতায় ছিল বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা), লায়ন্স, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি ও অল এশিয়ান আমেরিকান ফাউন্ডেশন (এএএ ফাউন্ডেশন)।

গতকাল ১০ ই জুলাই নিউ ইয়র্কে প্রচন্ড ঝড় তুফান উপেক্ষা করে কোভিড -১৯ ও অ্যান্টিবডি টেস্টের এ আয়োজন সম্পন্ন হয়।

বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকে। বেলা ৩টার দিকে ঝড়ে তাঁবু ভেঙে গেলে বাকি কার্যক্রম ইঞ্জিনিয়ার মাহফুজুল হকের সহযোগী প্রতিষ্ঠান কুইন্স অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার এ পরিচালিত হয়।

বিরূপ আবহাওয়ার মধ্যেও প্রায় আড়াই শতাধিক মানুষ এই সেবা গ্রহণ করেন।

ফোবানার ভাইস চেয়ারম্যান আলী ইমাম সিকদার, নির্বাহী সেক্রেটারি কাজী আজম, কনভেনশন মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ এ ইভেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। মার্ক হোম কেয়ারের পক্ষে ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, সিনিয়র কর্মকর্তা ইয়াসির খান জিমি, মোহাম্মদ কামাল, শেখ আব্বাস উদ্দিন আহমেদ সহ আরো অনেক কর্মকর্তা ইভেন্টটি সফল করতে সার্বিক দায়িত্ব পালন করেন।

বাপার পক্ষে ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিক, সার্জেন্ট সৈয়দ এনায়েত আলী, লায়ন্সের পক্ষে ক্লাব সেক্রেটারি আহসান হাবিব, স্থানীয় নেত্রী বৃন্দের মধ্যে জালালাবাদ সমিতির সাবেক সভাপতি বদরুল খান, সোস্যাইটির সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের, স›দ্বীপ সোসাইটির সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ করিম, কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক মো. সবুজ, খালেক আখন্দ, আহসান উল্লাহ বাচ্চু, মোহাম্মদ মুরসালীন, কামাল উদ্দিন, হেলাল উদ্দিন, জি এস বাড়ী মিলাদসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ইভেন্টকে সাফল্য মন্ডিত করেন।

মোহাম্মদ মুরসালীন বিরিয়ানি পরিবেশন করে দুপুরে সবাইকে আপ্যায়ন করেন।

অন্যদিকে ফোবানা তাদের জ্যামাইকার ইভেন্ট থেকে সেনসাস কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে সেনসাসের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে। গতকাল ওজোন পার্ক ইভেন্টে ফোবানা ও সেনসাস কর্তৃপক্ষ যৌথভাবে বিপুল সংখ্যক মানুষকে সেনসাসের ফর্ম ফিলআপ করতে উদ্বুদ্ধ করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৬ ই জুলাই বৃহস্পতিবার ফোবানার নেতৃত্বে ও মার্ক হোম কেয়ারের সার্বিক সহযোগিতায় ব্রঙ্কসে পরবর্তী ইভেন্ট কোভিড -১৯ ও অ্যান্টিবডি টেস্ট অনুষ্ঠিত হবে। ২১৮১ স্টার্লিং এভিনিউ, কর্নার, স্টার্লিং এভিনিউ ও ক্যাসল হিল এভিনিউয়ে অনুষ্ঠিতব্য এ আয়োজনে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। ❑

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment