বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দুই মাদ্রাসা ছাত্র আটক
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দুই মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে সিসিটিভির ফুটেজ দেখে শহরের একটি মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।
এর আগে শুক্রবার রাতে কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হয়। পরদিন সকালে তা নজরে এলে জনমনে ক্ষোভ দেখা দেয়। ভাঙচুরের প্রতিবাদে আওয়ামীলীগ, যুবলীগসহ শহরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ঘটনাস্থলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। পরে ঘটনাস্থলের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ।
ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত ২টার দিকে দুই ব্যক্তি পিঠে ব্যাগ নিয়ে মই বেয়ে ভাস্কর্য বেদির ওপর ওঠে। এরপর ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্যে আঘাত করতে থাকে। ভাঙচুর শেষে তারা নিরাপদে চলে যায়।
পুলিশ জানায়, যে দুইজন এ ভাঙচুরে অংশ নিয়েছে তাদের শনাক্ত করে আটক করা হয়েছে।
রোববার বেলা ১১টায় প্রেস ব্রিফিং করে সর্বশেষ অবস্থা জানানো হবে। বিফ্রিংয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত থাকবেন।❐
সিসিটিভির ফুটেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ভিডিও