Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 16, 2024
হেডলাইন
Homeবিনোদনবলিউডে ‘আন্ডারওয়ার্ল্ডের প্রভাব’, অনেক কাজ হারিয়েছেন সোনালি

বলিউডে ‘আন্ডারওয়ার্ল্ডের প্রভাব’, অনেক কাজ হারিয়েছেন সোনালি

বলিউডে ‘আন্ডারওয়ার্ল্ডের প্রভাব’, অনেক কাজ হারিয়েছেন সোনালি

অবশেষে বলিউডে ‘আন্ডারওয়ার্ল্ডের প্রভাব’ নিয়ে মুখ খুললেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। সেই সময় তাকে অনেক ছবি থেকে বাদ পড়তে হয়েছিল। তার চলচ্চিত্র প্রযোজক স্বামী গোল্ডি বেহেল তাকে সেই দুঃসময়ে অনেক সহায়তা করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

সোনালি বেন্দ্রে ১৯৯৪ সালে ‘আগ’ ছবি দিয়ে বলিউডে অভিনয় জীবন করেন। এর আগে তিনি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। হিন্দুস্তান টাইমসের মতে, তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো সরফরাজ, দিলজালে এবং মেজর সাব। তিনি ওটিটি প্ল্যাটফর্মে ‘দি ব্রোকেন নিউজ’ দিয়ে যাত্রা শুরু করেন।

‘দি রণবীর শো’ পডকাস্টে সোনালির ফিরে আসার বিষয়টি নিয়ে প্রচারণায় জানান দিলেন, তাকে আন্ডারওয়ার্ল্ডের প্রভাবের কারণে অনেক ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বলিউড যখন পরিচ্ছন্ন লগ্নীতে পরিচালিত হচ্ছিল, তখন বলিউডকে ইন্ডাষ্ট্রি বলা হতো না। ব্যাংক ঋণ দিত না। তখন অনিয়মিত বিনিয়োগ আসতে শুরু করে।’

‘ডজি’ অর্থাৎ ঝুঁকিপূর্ণ এসব চলচ্চিত্র প্রযোজকদের থেকে দূরে সরে থাকতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। তার তৎকালীন প্রেমিক, এখন স্বামী, গোল্ডি, তাকে পচা এবং পরিষ্কার ডিমের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করেছিল। তিনি বলেন, ‘ এমনও সময় ছিল যে আমার একটি চরিত্র করার কথা ছিল এবং এটি অন্য কারও কাছে চলে যায়। কারণ কিছু ক্ষমতাসম্পন্ন কয়েকটি কল করবে এবং তারপরে পরিচালক বা সহ-অভিনেতা আমাকে ফোন করবেন এবং বলবেন ‘আমরা আপনাকে বাদ দিতে চাপের মধ্যে আছি এবং আমরা এ ব্যাপারে কিছু করতে পারছি না’ এবং… আমি বুঝতে পারব।’

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment