Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 21, 2024
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রবসন্তের আগেই ১০ কোটি মার্কিনিকে ভ্যাকসিন

বসন্তের আগেই ১০ কোটি মার্কিনিকে ভ্যাকসিন

বসন্তের আগেই ১০ কোটি মার্কিনিকে ভ্যাকসিন

যুক্তরাষ্ট্রের সর্বত্র ডাক্তার ও ফার্মেসিগুলো সব প্রস্তুত। চলছে ভ্যাকসিন সরবরাহের কাজ। আজ মঙ্গলবার (স্থানীয় সময় সোমবার) থেকে শুরু হচ্ছে ভ্যাকসিন প্রদান কর্মসূচি। বুধবারের মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে বুধবারের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে ২৯ লাখ ভ্যাকসিন সরবরাহ করা হবে।

চলতি বছরের মধ্যে ভ্যাকসিন নিতে প্রায় দুই কোটি মার্কিনি। আর আগামী বছরের মার্চ তথা বসন্তের আগেই ১০ কোটি নাগরিকের ভ্যাকসিন প্রদান নিশ্চিত করা হবে। প্রথম দফার ভ্যাকসিন কর্মসূচির আওতায় হোয়াইট হাউসের কর্মীদের ভ্যাকসিন দেয়ার কথা থাকলেও তা এখনই হচ্ছে না।

এখনই ভ্যাকসিন নিতে চাচ্ছেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিতে চান না হোয়াইট হাউসের স্টাফদেরও। তিনি বলছেন, হোয়াইট হাউস কর্মীদের আরও কিছুদিন পর ভ্যাকসিন দেয়া হবে। খবর নিউইয়র্ক টাইমস ও এএফপির।

যুক্তরাষ্ট্রে শুক্রবার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন পায় ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন। কোভিড-১৯ এর বিরুদ্ধে ভ্যাকসিনটি ৯৫% সুরক্ষা দেয় এবং এটি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনেরও (এফডিএ) ছাড়পত্র পেয়েছে। করোনাভাইরাসে প্রায় তিন লাখ মানুষের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র প্রথম করোনা ভ্যাকসিনের অনুমোদন দেয় সেদিন। করোনার সংক্রমণে এখন প্রতিদিন গড়ে তিন হাজার মানুষের মৃত্যু হচ্ছে যুক্তরাষ্ট্রে।

যুক্তরাজ্য, কানাডা ও মেক্সিকো আগেই ফাইজার-বায়োএনটেকের টিকা তাদের দেশের নাগরিকদের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। এরপরই নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্য রোববারের মধ্যেই ভ্যাকসিনের চালান আসার জন্য প্রস্তুতি নেয়।

শনিবার রাত থেকেই দ্রুততার সঙ্গে করোনা টিকা যুক্তরাষ্ট্রের সর্বত্র পাঠানো শুরু হয়। প্রতিটি রাজ্যের সামনের সারির স্বাস্থ্যকর্মী ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের শুরুতেই ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।

ফাইজার/বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়ার পর মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ বলেছে এই মহামারীতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এই ভ্যাকসিনটিতে অনুমোদন দিতে এফডিএ’র ওপর ট্রাম্প প্রশাসন চাপ দিয়ে আসছিল। এরই মধ্যে যুক্তরাজ্যে এই ভ্যাকসিনটির ব্যবহার শুরু হয়েছে।

মার্কিন সরকারের টিকাদান কর্মসূচি অপারেশন ওয়ার্প স্পিডের বিষয়ে ভ্যাকসিন সরবরাহের দায়িত্বে থাকা জেনারেল গুস্তাভ পেরনা শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, সোমবার (বাংলাদেশ সময় মঙ্গলবার) বিভিন্ন রাজ্যের ১৩৪টি স্থানে ভ্যাকসিন দেয়া শুরু হবে। পরে মঙ্গলবার আরও ৪২৫টি এবং বুধবার আরও ৬৬টি স্থানে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম চলবে।’

পরের সপ্তাহে ফাইজার/বায়োএনটেকের প্রথম চালানের সব টিকা সরবরাহ শেষ হবে এবং আশা করা হচ্ছে যে প্রায় ৩০ লাখ মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে।

জেনারেল পেরনা সাংবাদিকদের বলেন, তিনি শতভাগ নিশ্চিত যে কোভিডের মতো শত্রুকে পরাজয়ে প্রয়োজনীয় এই ডোজগুলো সুরক্ষিতভাবে পরিবহন করা হবে। তিনি সতর্ক করে বলেন, যদিও এই কাজটি করতে সপ্তাহখানেক লাগবে। কিন্তু প্রতিটি আমেরিকান ভ্যাকসিনের আওতায় আসার আগ পর্যন্ত আমরা থামব না।

ব্রিটেনের মতো যুক্তরাষ্ট্রও স্বাস্থ্যকর্মী এবং কেয়ার হোমে থাকা বাসিন্দাদের সবার আগে ভ্যাকসিন দেবে বলে ধারণা করা হচ্ছে। অগ্রাধিকারের তালিকার বাইরে থাকা মার্কিনিরা জানুয়ারির দিকে ভ্যাকসিন পাবে বলে ধারণা করা হচ্ছে। আর এপ্রিল থেকে স্বাভাবিকভাবেই ভ্যাকসিন সবার আওতায় আসবে।

এক লাখ ১০ হাজার রেস্টুরেন্ট বন্ধ : করোনাভাইরাস মহামারীতে কমবেশি ক্ষতি হয়েছে প্রায় সব শিল্পের। সবচেয়ে বেশি আঘাত লেগেছে হয়তো পর্যটন, বিমান ও ক্যাটারিং শিল্পে।

ক্যাটারিং ব্যবসায় মহামারীর ধাক্কা কতটা প্রবল তার কিছুটা নমুনা দেখা যায় যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান থেকে। চলতি বছর দেশটিতে এক লাখেরও বেশি রেস্টুরেন্ট চিরতরে বন্ধ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক তথ্যমতে, করোনা মহামারীতে বড় ধস নেমেছে দেশটির ক্যাটারিং শিল্পে। এ বছর যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ শতাংশ, অর্থাৎ এক লাখ ১০ হাজারের মতো রেস্টুরেন্ট এরই মধ্যে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।❐

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment