বহিষ্কারের পর যুবনেত্রী মিশুর বিরুদ্ধে রিমান্ড আবেদন
ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহনাজ তাবাসসুম মিশুর ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করার পরে ওই মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে মেহনাজ মিশুকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মিশুর বিরুদ্ধে সাভারে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করাসহ পাঁচতলা ভবন থেকে ফেলে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে তাকে যুব মহিলা লীগ থেকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার বলেন, কোনো নেতাকর্মীর অপকর্মের দায়ভার সংগঠন কখনোই নেবে না। আমার নেত্রীর নির্দেশ যে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নিতে। তাই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ছবি তোলা, নির্যাতনসহ নানা বিষয় উল্লেখ করে সাভার মডেল থানায় অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রীর মা কল্পনা বেগম। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ সংলগ্ন নিজ বাড়ি থেকে অভিযুক্ত মেহনাজ তাবাসসুম মিশুকে (৩৫) গ্রেপ্তার করা হয়।