Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 16, 2024
হেডলাইন
Homeবাংলাদেশবাংলাদেশকে জঙ্গীবাদের ট্রেনিং সেন্টার করা হয়েছিল : খালিদ মাহমুদ

বাংলাদেশকে জঙ্গীবাদের ট্রেনিং সেন্টার করা হয়েছিল : খালিদ মাহমুদ

বাংলাদেশকে জঙ্গীবাদের ট্রেনিং সেন্টার করা হয়েছিল : খালিদ মাহমুদ

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন ও সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতার পরে ১৯৭২ সালে যে সংবিধান রচিত হয়েছিল, সে সংবিধানে অসাপ্রদায়িকতার কথা বলা হয়েছে। এই সংবিধানে মানুষের অধিকারের কথা বলা হয়েছে। মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য অসাপ্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাত্রা শুরু করেছিলেন।

গতকাল বৃহস্প্রতিবার বিকালে দিনাজপুরের বোচাগঞ্জে বাসুদেব মন্দির সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, পচাত্তরের ১৫ আগস্টে মর্মান্তিক জঘন্যতম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। একসময় অসাপ্রদায়িক চেতনার বাংলাদেশে জঙ্গীবাদের ট্রেনিং সেন্টার করা হয়েছিল। ৫৬ হাজার বর্গমাইল জঙ্গীবাদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। একই সময়ে একই দিনে ৫ শ জায়গায় সিরিজ বোমা ফাটানো হয়েছিল। পচাত্তরের ১৫ আগস্টে পরে যে অশুভ যাত্রা শুরু হয়েছিল। সেই পথকে নেতৃত্বে দিয়েছিলেন জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা।

এসময় আরো বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌর মেয়র মো.আসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, বাবু বীরভদ্র রায়, দুলাল চক্তবর্তী প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার অধিকারী সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন প্রমুখ।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment