Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 22, 2024
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাংলাদেশের পাবনায় ২২৯ বস্তা চালসহ আটক আওয়ামীলীগ নেতা

বাংলাদেশের পাবনায় ২২৯ বস্তা চালসহ আটক আওয়ামীলীগ নেতা

বাংলাদেশের পাবনায় ২২৯ বস্তা চালসহ আটক আওয়ামীলীগ নেতা

দুঃস্থ ও অসহায়দের জন্য বরাদ্দ করা ২২৯ বস্তা ত্রাণের চাল চুরি করে র‌্যাবের হাতে আটক হয়েছেন পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা কোরবান আলী সরদার (৬২)।

গতকাল সোমবার রাত দশটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। কোরবান আলী ওই ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত মাদারি সর্দারের ছেলে। তিনি ঢালারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চেয়ারম্যান সরকারি ত্রাণের চাল দুস্থদের মাঝে বিতরণ না করে ওই ইউনিয়নের বাধেরহাট এলাকায় তার নিজস্ব গোডাউনে মজুদ করে রেখেছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। তিনি জানান, ঘটনাস্থল থেকে ইউপি চেয়ারম্যান কোরবান আলী সর্দারকে আটক ও গোডাউন থেকে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈন উদ্দিন জানান, চেয়ারম্যান কোরবান আলীকে সোমবার রাত ১১টার দিকে আমিনপুর থানায় হস্তান্তর করে র‌্যার। এ ব্যাপারে আমিনপুর থানায় মামলা দায়ের হয়েছে। ওসি জানান, তাকে  আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

এদিকে চেয়ারম্যানের স্বজনরা দাবি করেন, ঢালারচরে ইউনিয়নের মালপত্র না রেখে বাধেরহাট এলাকায় রাখা হয়। মঙ্গলবার এ সব ত্রাণ দুস্থদের মধ্যে বিতরণ করার কথা ছিল।◉

 

 

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment