বাংলাদেশের স্কুলগুলোতে দশম শ্রেণি পর্যন্ত থাকছে না বিভাজন
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি জানিয়েছেন, দশম শ্রেণি পর্যন্ত আর কোনো গ্রুপ বিভাজন অর্থাৎ বিজ্ঞান ও মানবিক থাকছে না। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে দশম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য- এ রকম কোনো বিভাজন থাকবে না। এইচএসসি পরীক্ষার নাম ও ধরনেও পরিবর্তন আসবে। এ ছাড়া আগামী ২০২৩ সাল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, আগামীতে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো বার্ষিক পরীক্ষা হবে না। একই সঙ্গে কারিগরি শিক্ষাকে আরও বেশি প্রাধান্য দেওয়া হবে। এ ছাড়া আগামী ২০২৩ সাল থেকে শুরু হতে যাওয়া নতুন কারিকুলামে থাকবে না পিইসি ও জেএসসি পরীক্ষা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্রমের খসড়ায় অনুমোদন দিয়েছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর অর্থাৎ ২০২২ সালে পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে। আর ২০২৩ সাল থেকে শুরু হবে শিক্ষাক্রম বাস্তবায়ন। এ ছাড়া ২০২৫ সালের মধ্যে পর্যযাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাস্তায়ন করা হবে।