বাংলাদেশের ১০ জেলায় তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহ
বাংলাদেশের ১০ জেলার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, বেশ কয়েক দিন ধরে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে। প্রতিদিনই তাপমাত্রা কমছে। গতকাল তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা ২ ডিগ্রি কমে গেছে।
আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পুরো জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের ১০ জেলার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেছেন, চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।