বাংলাদেশে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস বা হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে একটি ভবনে সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আগামীকাল (১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটির দিন শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হবে না। সকাল ৭ টা থেকে রাত ৮ পর্যন্ত হাফ ভাড়া কার্যকর হবে। তবে শিক্ষার্থীদের দেখাতে হবে ছবিযুক্ত পরিচয়পত্র। এই সিদ্ধান্ত শুধু ঢাকা মহানগরীর মধ্যে প্রযোজ্য হবে।’