বাংলাদেশে হঠাৎ করেই করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৬১ জন
দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তবে কারো মৃত্যু হয় নি।এনিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শুক্রবার এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।
আক্রান্তদের মধ্যে ৬ জন মারা গেছেন এবং ২৬ জন সুস্থ হয়েছেন। অর্থাৎ এ মুহূর্তে চিকিৎসাধীন আছেন ২৫ জন।
৮ মার্চ বাংলাদেশের কর্তৃপক্ষ প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায়। এরপর ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ।
২৫ মার্চ প্রথমবারের মত সংস্থাটি জানায় যে বাংলাদেশে সীমিত আকারে কম্যুনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
তবে এ সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ছিল খুবই সীমিত। পরপর দুইদিন কারো শরীরে এ ভাইরাস পাওয়া যায় নি। গতকাল আক্রান্ত হয় দুজন ও তার আগেরদিন একজন। তবে আজ একসাথে পাঁচজনের শরীরে মিলেছে এ ভাইরাস।◉