বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২০ বছরে বর্ণাঢ্য আয়োজন
বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি সংগঠনটির ২০ বছর পূরণ হয়ে গেল নিউইয়র্কের জ্যামাইকাতে। এটি যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রধান সামাজিক সংগঠন।
২০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ফ্রেন্ডস রবিবার সন্ধ্যায় জ্যামাইকার অ্যাবিগেইল অ্যাডামস স্কুল (পিএস-১৩২) মিলনায়তনে স্থানীয় সময় সন্ধ্যায় আয়োজন করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
অসংখ্য প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারকে সঙ্গে নিয়ে মধ্যরাত পর্যন্ত বর্ণাঢ্য এ আয়োজন উপভোগ করেন। এছাড়াও অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রের মূলধারার অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন।
তিনপর্বে ভাগ করা অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল শুভেচ্ছা বক্তব্য, নতুন কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সদস্য সচিব রিজু মোহাম্মদ।
স্বাগত বক্তব্য দেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্যে বক্তারা যুক্তরাষ্ট্রের মূলধারায় বাংলাদেশিদের জনপ্রতিনিধি নির্বাচনে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে বলেন, গেল ২০ বছর ধরে জ্যামাইকায় বাংলাদেশি কমিউনিটি বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছে জ্যামাইকার এই বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। ভবিষ্যতেও এই সংগঠন প্রবাসে বাংলাদেশি কমিউনিটির অবস্থানকে মূলধারায় আরও সুদৃঢ় করতে সক্রিয় ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- কংগ্রেসওম্যান গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, প্রধান পৃষ্ঠপোষক ও রিয়েল এস্টেট ইনভেস্টর মো. আনোয়ার হোসেন।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, কমিউনিটি লিডার বেদারুল ইসলাম বাবলা, পৃষ্ঠপোষক পিপল এন টেক সিইও ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, আহ্বায়ক বিলাল চৌধুরী, নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বিদায়ী সভাপতি শেখ হায়দার আলী, নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আল-আমিন রাসেল, প্রধান সমন্বয়কারী এএফএম মিসবাহউজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারকে শপথবাক্য পাঠ করান জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি। পরে নতুন সভাপতি কার্যকরী কমিটির অন্য সদস্যদের শপথ পাঠ করান।
অনুষ্ঠানের তিন পর্বের শেষ পর্ব ছিল সাংস্কৃতিক পরিবেশনা। শামসুন নাহার নিম্মির সঞ্চালনায় এ পর্বে নৃত্য পরিবেশন করেন প্রিয়া ড্যান্স একাডেমির নৃত্যশিল্পীরা।
সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, রোকসানা মির্জা, লেমন চৌধুরী, সোনিয়া সুইটি ও মোস্তফা অনিক রাজ প্রমুখ।
এর আগে অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করে নিউইয়র্কের শ্রীচিন্ময় সেন্টার।
২০ বছর পূর্তি ও অভিষেক উপলক্ষ্যে বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে ‘হৃদয়ে বাংলা’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
ছবি: বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সৌজন্যে।