বাংলাদেশ সোসাইটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে
সংবাদ বিজ্ঞপ্তি
যুক্তরাষ্ট্র বাংলাদেশ সোসাইটি আগামী ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে যথাযোগ্য মর্যাদায় সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করবে।
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করা হয়।
আয়োজিত সভায় সামাজিক-সাংস্কৃতিক, ক্রীড়া, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা সোসাইটির সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।
সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীর পরিচলনায় মতবিনিময় সভা গেল রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় সোসাইটি ভবনে অনুষ্ঠিত হয়।
আহ্বায়ক কমিটির সদস্যরা আলোচনায় বিভিন্ন খুঁটিনাটি এবং প্রস্তুতি সম্পর্কে অতিথিদের অবহিত করেন।
সোসাইটির আসছে ৭ ফেব্রুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের সকল প্রবাসী সংগঠনকে নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে। সব বছরের মতো এ বছরও নিবন্ধন ফি ১০০ ডলার ধরা হয়েছে।
এ বছর নিবন্ধন করা সকল সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের ছবি এবং নামসহ একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে সোসাইটির বিশেষ প্রকাশনায় প্রকাশ করা হবে। একই সঙ্গে বিশেষ এ প্রকাশনায় আগ্রহীরা নিজেদের রচিত লেখা দিতে পারবেন।
বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সদস্য ও উদযাপন কমিটির আহবায়ক আজাদ বাকির, উদযাপন কমিটির সদস্য সচিব ও সংগঠনের স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, প্রধান সমন্বয়কারী ও কার্যকরী সদস্য মাইনুদ্দিন মাহবুব ও সমন্বয়কারী ও কার্যকরী সদস্য সাদি মিন্টুকসহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
সভায় সকলকে জানানো হয়, ইতোমধ্যেই প্রায় ৩০টি সংগঠন নির্ধারিত ফি পরিশোধ করে নিজেদের সংগঠনকে নিবন্ধিত করেছেন।