Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2024
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাইবেল বিক্রি করে সাড়ে ৩ লাখ ডলার কামালেন ট্রাম্প

বাইবেল বিক্রি করে সাড়ে ৩ লাখ ডলার কামালেন ট্রাম্প

বাইবেল বিক্রি করে সাড়ে ৩ লাখ ডলার কামালেন ট্রাম্প

খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল বিক্রি করে ৩ লাখ ডলার কামিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩ কোটি ৫১ লাখেরও বেশি টাকা (১৭ আগস্টের হিসাব ১ ডলার= ১১৭.০৬ টাকা হিসাবে)। তার ব্যক্তিগত আর্থিক নথি থেকে এ তথ্য জানা গেছে। খবর বিবিসির।

প্রতিবেদন মতে, মার্কিন ফেডারেল নির্বাচন কমিশন শুক্রবার (১৬ আগস্ট) ট্রাম্পের ২৫০ পৃষ্ঠার আর্থিক নথি প্রকাশ করেছে। নথির বরাতে এনবিসি নিউজ জানিয়েছে, রিপাবলিকান নেতা ‘দ্য গ্রিনউড বাইবেল’ বিক্রি থেকে ৩ লাখ ডলার আয় করেছেন। এটি বাইবেলের উন্নত সংস্করণ যার প্রতিটির খুচরা মূল্য ৫৯ দশমিক ৯৯ ডলার। এতে ‘গড ব্লেস দ্য ইউএসএ’ বলে প্রার্থনা বাক্য রয়েছে।

এছাড়া ট্রাম্পের নিজের স্বাক্ষরযুক্ত বাইবেলের একটি সীমিত সংস্করণ রয়েছে যার প্রতিটির মূল্য ১ হাজার ডলার। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন মতে, চলতি বছরের মার্চ মাসে বাইবেল বিক্রি শুরু করেন ট্রাম্প। ওই সময় তার বিরুদ্ধে আদালতে একটি জালিয়াতি মামলার বিচার চলছিল।

বিরোধী ও সমালোচকরা তখন বিষয়টির সমালোচনা করে বলেন, ব্যবসায়ে জালিয়াতি মামলার জরিমানার অর্থ যোগাতে এ উদ্যোগ নিয়েছেন তিনি। গত ২৬ মার্চ ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে একটি ভিডিও পোস্ট করেন। তাতে তিনি তার অনুসারীদের ‘গড ব্লেস দ্য ইউএসএ’ বাইবেল কেনার আহ্বান জানান।

ট্রাম্প লেখেন, ‘পবিত্র সপ্তাহ শুভ হোক! আসুন আমরা আবারও প্রার্থনায় মনোযোগী হই। গুড ফ্রাইডে ও ইস্টারের আগে আমি আপনাদের সবাইকে গড ব্লেস দ্য ইউএসএ বাইবেলের একটি করে কপি সংগ্রহ করার জন্য উৎসাহিত করছি।’

ভিডিও ও পোস্টের সঙ্গে দেয়া লিংকে ক্লিক করলে একটি গডব্লেসদ্যইউএসএ ডট কম নামের ওয়েবসাইট ওপেন হয়। সেখানে দেখা যায়, ৫৯ ডলার ৯৯ সেন্ট দামে বাইবেলের কপি অর্ডার করা যায়।

ওই নথি থেকে জানা গেছে, ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাব ও রিসোর্ট থেকে ৫ কোটি ৭০ লাখ ডলার আয় হয়েছে। আর নিউ জার্সির ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাব থেকে আয় হয়েছে ৩ কোটি ৭০ লাখ ডলার।

ট্রাম্প তার নিজের কয়েকটি বই বিক্রি থেকেও আয় করেছেন। তিনি লেটার্স টু ট্রাম্প থেকে ৪.৫ মিলিয়ন ডলার রয়্যালটি অর্জন করেছেন – যেটিতে ট্রাম্প এবং সেলিব্রিটিদের মধ্যে আদান-প্রদান করা চিঠি রয়েছে।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment