বাগদাদে তাপমাত্রা পৌঁছাল ৫০ ডিগ্রিতে
চলতি বছর তীব্র তাপপ্রবাহে অস্থির সারাবিশ্ব। কিছু কিছু এলাকায় তাপমাত্রা পৌঁছে যাচ্ছে অসহনীয় পর্যায়ে। এবার ইরাকের রাজধানী বাগদাদের তাপমাত্রা পৌঁছেছে ৫০ ডিগ্রি সেলসিয়াসে।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, চলতি জুলাই মাসে বাগদাদে গড়ে ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল তাপমাত্রা। এ ছাড়া ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে অসহনীয় ভোগান্তিতে পড়েছেন দেশটির নাগরিকরা।
বিশেষ করে বেশি কষ্ট ভোগ করতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। অন্যদিকে বাগদাদে জাতীয় গ্রিড থেকে মাত্র তিন থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
কুয়েত ভিত্তিক গণমাধ্যম দ্যা কুয়েত টাইমস এর প্রতিবেদনে বলা হয় ইরাক এই নিয়ে টানা চতুর্থ গ্রীষ্মকালীন খরার সম্মুখীন হয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দ্বারা আক্রান্ত হওয়া বিশ্বের পাঁচটি দেশের মধ্যে একটি হল ইরাক।
ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাত কমে যাওয়ায় এ অঞ্চলে ফসল উৎপাদন ও মাছ চাষের উপর প্রভাব ফেলেছে।