বিতর্কিত ধর্মগুরুর ৮,৬৫৮ বছরের কারাদণ্ড
তুরস্কের ইস্তাম্বুলের আদালত সম্প্রতি বিশ্বের দীর্ঘতম কারাদণ্ডের একটি আদেশ দিয়েছে। দেশটিতে বিতর্কিত ধর্মগুরু হিসেবে পরিচিত আদনান ওকতারকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার একটি পুনঃবিচারের চূড়ান্ত শুনানির পর ওকতার এবং তার সহযোগি ১৪ জন আসামির প্রত্যেককেই ৮ হাজার ৬৫৮ বছরের জেল দেওয়া হয়েছে। যৌন নিপীড়ন এবং তার অধীনস্ত নারীদের স্বাধীনতা হরণের অভিযোগে তিনি রেকর্ড করা এই শাস্তি পান।
গত বছর, ৬৬ বছর বয়সী এই বৃদ্ধকে যৌন নিপীড়ন, নাবালিকাদের যৌন নির্যাতন, জালিয়াতি, রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তিসহ বিভিন্ন অপরাধের জন্য ১ হাজার ৭৫ বছরের সাজা দেওয়া হয়েছিল। উচ্চ আদালত আইনি ত্রুটির কথা উল্লেখ করে সেই রায় বাতিল করে এবং পুনরায় বিচারের আদেশ দেয়।
উল্লেখ্য, আদনান ওকতারকে তার অনুসারীরা ধর্মীয় নেতা হিসেবেই মনে করে থাকে। তিনি তার নিজস্ব টেলিভিশন চ্যানেলের মাধ্যমে মনগড়া ধর্মীয় বিষয় প্রচার করতেন। এসময় তাকে ঘিরে থাকত স্বল্পবসনা নারীরা। এসব নারীদের তিনি ‘বিড়ালছানা’ বলে সম্বোধন করতেন। ২০১৮ সালে ইস্তাম্বুল পুলিশের আর্থিক অপরাধ ইউনিটের তদন্তের অংশ হিসেবে তাকে আটক করা হয়।