বিদেশি বন্দিদের সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিল মিয়ানমারের সামরিক বাহিনী
জাতীয় ছুটির দিন উপলক্ষে কয়েক হাজার বিদেশি বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে তাতমাদো (মিয়ানমারের সামরিক বাহিনীর দাপ্তরিক নাম) সরকার। জানা যায়, প্রায় ৬ হাজার কারাবন্দীকে ক্ষমা ঘোষণা করেছে জান্তা সরকার। আজ বৃহস্পতিবার এমন ঘোষণা দেওয়া হয় বলে জানায় মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম।
এ উদ্যোগের আওতায় অস্ট্রেলিয়ান অর্থনীতিবীদ ও মিয়ানমারের সাবেক ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির উপদেষ্টা শন টার্নেলকে সাধারণ ক্ষমা প্রদান করেছে ক্ষমতাসীন জান্তা সরকার।
একটি কূটনৈতিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শন টার্নেলসহ মিয়ানমারে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ভিকি বোম্যান এই সাধারণ ক্ষমার আওতায় এসেছেন। এসময় তারা থাইল্যান্ডের উদ্দেশে বিমানে আরোহণ করেছেন বলেও জানায় এ সূত্র।
জাপানের নিউজ এজেন্সি কিয়োদো জানায়, জাপানের চলচ্চিত্র নির্মাতা তুরো কুবোটাও এই সাধারণ ক্ষমার আওতায় এসেছেন।
মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও মানবাধিকার বিবেচনায় এসব বিদেশি বন্দিদের ক্ষমা প্রদর্শন করা হয়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে জান্তা বিরোধী নেত্রী অং সাং সু চিকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পরই অস্থির হতে থাকে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি। এসময় জান্তা বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য বহু লোককে গ্রেপ্তার করে।
সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার দুপুরের পর থেকে ইয়াঙ্গুন জেল থেকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তিপ্রাপ্ত বন্দিদের নিয়ে কয়েকটি বাস ছেড়ে যায়।