বিধানসভা নির্বাচনে ত্রিপুরা ও নাগাল্যান্ডে জয়ের পথে বিজেপি, মেঘালয়ে ঝুলন্ত দশা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা বৃহস্পতিবার শুরু হয়েছে। সর্বশেষ ফলাফল অনুযায়ী ত্রিপুরা ও নাগাল্যান্ডে ক্ষমতাসীন দল বিজেপির নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে। ফলে এ দুটি রাজ্যে বিজেপির সরকার টিকে থাকছে। তবে মেঘালয়ে একটি ঝুলন্ত বিধানসভা গঠিত হতে চলেছে। কারণ, সেখানে কারও একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ত্রিপুরায় কংগ্রেস ও বামপন্থী দলগুলোর জোটকে পরাজিত করে ক্ষমতা ধরে রাখার ইঙ্গিত দিয়েছে। সেখানে টিপরা মোথা পার্টিও বিজেপিকে হঠানোর হুমকি দিয়েছিল।
হিন্দুস্তান টাইমস জানায়, মেঘালয়ে বিজেপি এবারই প্রথম ৬০টি আসনের সবগুলোতে প্রার্থী দিয়েছিল। তবে একজন প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে। বিজেপি এবার সেখানে একক সংখ্যাগরিষ্ঠতার আশা করেছিল। স্থানীয় দল এনপিপির সঙ্গে জোট গড়ে তারা গত বিধানসভায় সরকারের অংশীদার হয়েছিল। কিন্তু একটা পর্যায়ে ওই জোট ভেঙে যায়। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা অবশ্য ইঙ্গিত দিয়েছেন, ঝুলন্ত পার্লামেন্ট হলে এবারও তার দল এনপিপি প্রয়োজনে বিজেপির সঙ্গে জোট গড়তে পারে। তৃণমূল কংগ্রেস এবার মেঘালয়ে সাফল্যের আশায় জোর প্রচার কার্যক্রম চালিয়েছে।
নাগাল্যান্ডে সর্বশেষ বিধানসভায় কোনো বিরোধীদল ছিল না। ৬০ আসনের বিধানসভার সব সদস্য ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির নেতৃত্বাধীন সরকারে যোগ দিয়েছিল। এবারের নির্বাচনে এনডিপিপি-বিজেপি জোট ৪০:২০ অনুপাতে (৪০টি আসন এনডিপিপির এবং ২০টি বিজেপির) আসন ভাগাভাগি করে অংশ নেয়।