Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 22, 2024
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রবিধি ভেঙে মাস্ক ছাড়া নির্বাচনী প্রচারে ট্রাম্প

বিধি ভেঙে মাস্ক ছাড়া নির্বাচনী প্রচারে ট্রাম্প

বিধি ভেঙে মাস্ক ছাড়া নির্বাচনী প্রচারে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমিত রাজ্যগুলোর মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ ছিল নর্থ ক্যারোলিনা। এখনও প্রায় এক লাখ ৭৮ হাজার মানুষ করোনা আক্রান্ত। মঙ্গলবারও নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার জন।

ভয়ংকর এ অবস্থার মধ্যেই মাস্ক ছাড়ায় সেখানে নির্বাচনী প্রচার চালালেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, স্থানীয়ভাবে ৫০ জনের অধিক মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা থাকলেও ট্রাম্পের সমাবেশে যোগ দেয় কয়েকশ’ মানুষ। সমর্থকদের অনেকেই পরেন নি মাস্ক।

উইন্সটন সালেমে প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের খবর পেয়ে স্থানীয় কাউন্টি কমিশনের রিপাবলিকান চেয়ারপার্সন ডেভ প্লাইলার আগেই তাকে মাস্ক পরার পরামর্শ দিয়েছিলেন। করোনাভাইরাস ঠেকাতে ওই এলাকায় মাস্ক পরার নিয়ম চালু রেখেছে স্থানীয় সরকার।

উইন্সটন-সালেম জার্নালকে দেয়া সাক্ষাৎকারে ডেভ প্লাইলার বলেছিলেন, ‘গভর্নর এ নির্দেশনা দিয়েছেন। আপনি যখন রোম যাবেন তখন রোমানদের মতো চলতে হবে। যখন নর্থ ক্যারোলিনায় যাবেন, তখন গভর্নর যা বলেন তা শুনতে হবে। ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে তিনি আমাদের কাউন্টির একজন অতিথিও। এখানে মাস্ক না পরলে তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন। আর এর জন্য গভর্নরকে দায়ী করতে পারেন তিনি।’

ডেভ প্লাইলারের সে আহ্বানে সাড়া দেন নি ট্রাম্প। মঙ্গলবারের সমাবেশে ট্রাম্প নিজে তো মাস্ক পরেনই নি, উল্টো ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন সামাজিক দূরত্বের নির্দেশনা মানছেন দেখে তাকে নিয়ে হাসাহাসি করেছেন। সম্প্রতি বাইডেন একটি স্কুলের জিমনেসিয়ামে সমাবেশ করেছেন।

সেখানে উপস্থিত হওয়া সবাইকে সামাজিক দূরত্বের নির্দেশনা মেনে চলতে দেখা গেছে। এ নিয়ে উপহাস করে ট্রাম্প বলেছেন, ‘আপনারা কখনও বৃত্ত আঁকা জিমনেসিয়াম দেখেছেন?’ মঙ্গলবার ট্রাম্প যখন সমাবেশে যোগ দেন তখন সমর্থকরা ‘নকিং অন হ্যাভেন’স ডোর’ গানটি বাজিয়ে তাকে স্বাগত জানান।

সে সময় দেশজুড়ে চলা বর্ণবাদবিরোধী বিক্ষোভ নিয়েও বিদ্রূপ করেন তিনি। নিজের সমাবেশে শত শত মানুষের জমায়েতকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেন তিনি। ট্রাম্পের দাবী, পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের জমায়েত যখন গ্রহণযোগ্য, তখন তার সমর্থকদের জমায়েতও ঠিক আছে।

তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সমাবেশগুলোকে শান্তিপূর্ণ বিক্ষোভ হিসেবে ডাকব।’ ট্রাম্প আরও বলেন, ‘ডেমোক্র্যাট শাসিত অঙ্গরাজ্যগুলোতে এ নিয়ম জারি রয়েছে যে আপনি যদি প্রচারণা চালান তবে পাঁচজনের বেশি জড়ো হতে পারবে না। আপনি গির্জায় যেতে পারবেন না, বাইরে কোনও কিছুই করতে পারবেন না।

তবে আপনি যদি দাঙ্গা চালাতে চান, তবে প্রধান সড়কে ঘুরে বেড়াতে পারবেন। আপনি দাঙ্গাবাজি করতে পারবেন, একজন আরেকজনের গা-ঘেঁষে দাঁড়িয়ে থাকতে পারবেন। যা খুশি তাই করতে পারবেন। আপনাকে তা করতে দেওয়া হবে কারণ আপনাকে সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভকারী বিবেচনা করা হচ্ছে।’

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বক্তব্য ছিল অতিরঞ্জিত। নর্থ ক্যারোলিনাতে মাস্ক পরাসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা জারি রয়েছে। গির্জাগুলো খুলে দেওয়া হলেও সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়।❏.

 

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment