বিশেষ মর্যাদা নয়, নরেন্দ্র মোদির কাছে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি নাইডুর
নির্বাচনের পর থেকেই অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তার রাজ্যের জন্য বিশেষ মর্যাদা দাবি করছিলেন। তবে এখন আর তিনি বিশেষ মর্যাদা নয় বরং রাজ্যের প্রগতির জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে ৪ জুলাই সকালে এক বৈঠকে তিনি নরেন্দ্র মোদিকে জানান, ২০১৪ সালে অন্ধ্র প্রদেশ রাজ্য পুনর্গঠন আইনে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তিনি চান সেগুলো কার্যকর করা হোক। সরকারি সূত্র জানিয়েছে, রাজ্য পুনর্গঠনে কেন্দ্র যথাযথ সহযোগিতার আশ্বাস দিয়েছে। চন্দ্রবাবু দুই দিনের দিল্লি সফরে প্রধানমন্ত্রী মোদি ছাড়াও শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল ও সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে সাক্ষাৎ করেন। জানা গেছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গেও নাইডু দেখা করবেন।
আপাতত নাইডুর চিন্তা রাজ্যের আর্থিক ব্যবস্থা। গত পাঁচ বছরে ওয়াইএসআর নেতা ও মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির শাসনকালে রাজ্যের ঋণের পরিমাণ প্রায় সাড়ে চার লাখ কোটি রুপিতে দাঁড়িয়েছে বলে তিনি দাবি করেছেন। কোষাগার ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৬ হাজার কোটি রুপি। ঋণের এই বোঝা থেকে পরিত্রাণের অনুরোধই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন চন্দ্রবাবু। অন্ধ্রের মুখ্যমন্ত্রী চান, শিল্প স্থাপনের জন্য বিশেষ করিডোর নির্মাণ ও বিমানবন্দরগুলোর সম্প্রসারণ। কেন্দ্রের সহায়তা ছাড়া তা অসম্ভব। সেই দিক থেকে নাইডুর এই সফর খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কেন্দ্রে যখন বন্ধু ও শরিক সরকার আসীন।
সূত্র: ইনডিয়ান এক্সপ্রেস