বিশ্ববাজারে অন্যতম অর্থনৈতিক শক্তি এখন ভারত: রিপোর্ট
এশিয়ান লাইট ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, এমএসসিআই ইমার্জিং মার্কেটস ইনডেক্সে চীনের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছে ভারত।
এর মাধ্যমেই প্রমাণিত হয়, অর্থনৈতিক খাতে দারুণ চমক দেখাচ্ছে ভারত। ইতোমধ্যে জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে এবার অর্থনৈতিকভাবেও দেশটিকে অতিক্রম করছে দক্ষিণ এশিয়ার দেশটি। খবর এএনআইয়ের।
করোনা মহামারীতে লকডাউনের কারণে অর্থনৈতিকভাবে দেশটির ক্ষতি হলেও ইউক্রেন যুদ্ধে তেমন প্রভাব পড়েনি ভারতের ওপর। মূলত রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে তেল আমদানি করার কারণেই অর্থনৈতিকভাবে প্রভাব পড়েনি দেশটির ওপর।
শুধু অর্থনৈতিক খাতেই নয়, অন্যান্য খাতেও এগিয়ে যাচ্ছে ভারত। সম্প্রতি বিমান সংস্থা বোয়িং ও এয়ারবাসের সঙ্গে চুক্তি করেছে ভারতের এয়ার ইন্ডিয়া। এর মাধ্যমে বিমান খাতেও বেশ চমক আনবে দেশটি। আকাশপথে প্রভাব বিস্তারে গালফ এয়ারলাইনসের সঙ্গে প্রতিযোগিতার আশা ভারতের।