বিশ্ববাজারে রেকর্ডহারে বাড়ছে সোনার দাম
করোনা মহামারীর মধ্যে বিশ্ববাজারে দিন দিন রেকর্ডহারে বাড়ছে সোনার দাম। মঙ্গলবার (২৮ জুলাই) এ ধাতুর দাম বেড়ে আউন্স প্রতি ১ হাজার ৯৪৫ ডলার হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সোনার দাম চলতি বছরই আউন্স প্রতি ২ হাজার ডলারে পৌঁছাতে পারে।
রাজনৈতিক কিংবা অর্থনৈতিক অস্থিতিশীলতা, সবক্ষেত্রেই বিনিয়োগ কিংবা অর্থ সংরক্ষণের অন্যতম নিরাপদ মাধ্যম সোনা।
এবার বিশ্বব্যাপী চলা মহামারীর মধ্যেও বিনিয়োগের নিরাপদ অবস্থান ধরে রেখেছে মূল্যবান এ ধাতু।
জুলাইতে সবশেষ সর্বোচ্চ দাম উঠেছে আউন্স প্রতি ১ হাজার ৯৪৫ ডলার।
এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে সোনার দাম উঠেছিলো আউন্স প্রতি সর্বোচ্চ ১ হাজার ৯২০ ডলার।
এ নিয়ে চলতি বছর দফায় দফায় ২৮ শতাংশ বাড়লো স্বর্ণের দাম।
বিনিয়োগকারীদের মতে, সোনা কিনে রাখলে কোনও সুদ বা লভ্যাংশ দিতে হয় না, কিন্তু সংকটের সময় বেড়ে যায় এ মূল্যবান ধাতুর দাম।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্স হিসেবে নির্ধারণ করা হয়। এক আউন্স সোনা ৩১ দশমিক ১শ’ ৩ গ্রামের সমান।
আন্তর্জাতিক বাজারে বেড়েছে রুপার দামও। প্রতি আউন্স রুপা বিক্রি হচ্ছে ২৩ ডলারে। দাম বেড়েছে প্লাটিনামের। বিক্রি হচ্ছে আউন্স প্রতি ৯২২ ডলারে।❑