Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 22, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকবিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছে প্রায় সাড়ে ৭ লাখেরও বেশী মানুষ

বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছে প্রায় সাড়ে ৭ লাখেরও বেশী মানুষ

বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছে প্রায় সাড়ে ৭ লাখেরও বেশী মানুষ

বিশ্বে করোনাভাইরাসের মহামারীতে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৫৭ হাজার ৯৬৩ জন। ওয়ার্ল্ড-ও-মিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত রোগ থেকে স্পেনে সেরে উঠেছে ৯২ হাজার ৩৫৫ জন, যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৮৫ হাজার ৯২২ জন, চীনের মূল ভূখণ্ডে ৭৭ হাজার ২৫৭, ইরানে ৬৬ হাজার ৫৯৯, ইটালিতে ৫৭ হাজার ৫৭৬ এবং ফ্রান্সে ৪২ হাজার ৮৮ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া সুইটজারল্যান্ডে ২০ হাজার ৬০০ জন, তুরস্কে ১৮ হাজার ৪৯১, কানাডায় ১৪ হাজার ৭৬১, অস্ট্রিয়ায় ১১ হাজার ৬৯৪, বেলজিয়ামে ৯ হাজার ৮০০, দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৫০১, অস্ট্রেলিয়ায় ৫ হাজার ৪৫ ও মালয়েশিয়ায় ৩ হাজার ৫৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ওয়ার্ল্ড-ও-মিটারের তথ্য অনুযায়ী ২৪ এপ্রিল শুক্রবার নিউ ইয়র্ক সময় সকাল নয়টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ২০৭ জন। আর আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৫০ হাজার ৮৭৭ জন।

এদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৮৬ হাজার ৭০৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮৫ হাজার ৯২২ জন। আর দেশটিতে মারা গেছেন ৫০ হাজার ২৪৩ জন। শুধু নিউ ইয়র্কে আক্রান্ত ২ লাখ ৭১ হাজার ১৬২ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ৫৯৩ জন। আর এই রাজ্যে মারা গেছেন মোট ২০ হাজার ৯৮২ জন। 

স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন। আর মারা গেছেন ২২ হাজার ৫২৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪৪০ জন।

ইটালিতে আক্রান্ত ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন। মোট মারা গেছেন ২৫ হাজার ৫৪৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৬৪ জন।

ইউরোপের আরেক দেশ ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্ত ১ লাখ ৫৮ হাজার ১৮৩ জন। মারা গেছেন ২১ হাজার ৮৫৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬১৫ জন।

জার্মানিতে এখন পর্যন্ত আক্রান্ত ১ লাখ ৫৩ হাজার ৩৯৩ জন। মারা গেছেন ৫ হাজার ৫৭৫ জন।

যুক্তরাজ্যে আক্রান্ত ১ লাখ ৩৮ হাজার ৭৮ জন। মোট মারা গেছেন ১৮ হাজার ৭৩৮ জন।◉ 

 

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment