বিশ্বে মোট মৃত্যুর প্রায় চার ভাগের এক ভাগ মৃত্যু যুক্তরাষ্ট্রেই
নিউ ইয়র্ক সময় সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুধু যুক্তরাষ্ট্রেই ১ লাখ ৭৩ হাজার ১৮৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৭৫ হাজার ৫৪৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২৯ লাখ ২২ হাজার ১৫১ জন।
কোভিড-১৯ মহামারীতে শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। যা বিশ্বে মোট মৃত্যুর প্রায় এক চতুর্থাংশ।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত ও আক্রান্তদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ড-ও-মিটারের সবশেষ তথ্যানুযায়ী, নিউ ইয়র্ক সময় সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুধু যুক্তরাষ্ট্রেই ১ লাখ ৭৩ হাজার ১৮৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৭৫ হাজার ৫৪৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২৯ লাখ ২২ হাজার ১৫১ জন।
তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে সেই সংখ্যাটা একটু কম। হপকিন্সের কোভিড-১৯ ড্যাশবোর্ডের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৫২ জনে।
রোববার যুক্তরাষ্ট্র ৪৮৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা দুঃখজনক এই মাইলফলকটি পার হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জনস হপকিন্সের হিসাবে যুক্তরাষ্ট্র ৫৪ লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। তবে পরীক্ষার সংখ্যা এখনও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশকৃত স্তরে উন্নীত করতে না পারায় দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
ওয়ার্ল্ড-ও-মিটার বলছে, নিউ ইয়র্ক সময় সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বে মারা গেছেন ৭ লাখ ৭৩ হাজার ৯২৬ জন। আর আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৮১ হাজার ৪০৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪৬ লাখ ১ হাজার ৬৫ জন। এতে করে দেখা যাচ্ছে বিশ্বে মোট মৃত্যুর প্রায় চার ভাগের এক ভাগ মৃত্যু হয়েছে শুধু যুক্তরাষ্ট্রেই।
তবে জনস হপন্সি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা ২ কোটি ১৬ লাখ ৭২ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত ৭ লাখ ৭৫ হাজার ২৪৬ জনের মৃত্যু হয়েছে। প্রায় এক-চতুর্থাংশ আক্রান্ত ও মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র ভাইরাসটির বৈশ্বিক উপকেন্দ্রে হিসেবেই রয়ে গেছে।❏