বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দুর্বল করা যাবে না: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব অ্যান্টেনিও গুতেরেস বলেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে শক্তিশালী করতে হবে বলে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এমন কঠিন সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কোনভাবেই দুর্বল করা যাবে না।
করোনা মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে দায়িত্বে অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগ এনে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আর্থিক সহায়তা বন্ধে মার্কিন প্রশাসনকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার অভিযোগ, বিশ্বের এই ক্রান্তিকালে দায়িত্ব পালনে ব্যর্থ ও চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।◉