বেজোসের প্রমোদতরীর জন্য ভাঙতে হচ্ছে ব্রিজ!
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি আমেরিকান ব্যবসায়ী জেফ বেজোসের জন্য একটি বিশাল প্রমোদতরী তৈরি করেছে নেদারল্যান্ডসের ওসেনাকো নামের একটি প্রতিষ্ঠান।
এটি তৈরি করা হয়েছে দেশটির পোর্ট সিটি রোটারডামে।
প্রমোদতরীটি এতটাই বড় যে এখন এটি ডক থেকে বের করে সমূদ্রে নিয়ে আসার জন্য ভেঙে ফেলতে হবে একটি ব্রিজ।
গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, জেফ বেজোসের ৪৫০ মিলিয়ন ইউরোর দানবাকৃতির এই প্রমোদতরীটি আসবে ঐতিহাসিক কোনিংসাভেন ব্রিজের নিচ দিয়ে। কিন্তু এটি এতোটাই বড় যে সেটি ব্রিজের নিচ দিয়ে আসতে পারবে না।
ফলে এটির নির্মাতা ওসেনাকো কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছে যেন কোনিংসাভেন ব্রিজেরে মাঝের অংশটি ভেঙে ফেলার অনুমতি দেওয়া হয়।
কোনিংসাভেন ব্রিজটি প্রথমে তৈরি করা হয় ১৮৭৮ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ সালে নাজিরা বোমা মেরে ব্রিজটি উড়িয়ে দেয়। এরপর নতুন করে তৈরি করা হয় এটি।
এখন জেফ বেজোসের জন্য ব্রিজটি ভেঙে ফেলা হবে। এ বিষয়টি মানতে পারছেন না নেদারল্যান্ডসের অনেক মানুষ। তারা এর প্রতিবাদ জানিয়েছেন।
তবে প্রতিবাদ জানালেও ব্রিজটি ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ সমূদ্রে প্রমোদতরীটিকে নিয়ে যেতে হলে অন্য কোনো বা বিকল্প পথই নেই।
সূত্র: দ্য গার্ডিয়ান