বেলারুশে অস্ত্র ও রণসরঞ্জাম মজুদ করছে রাশিয়া
রাশিয়া অস্ত্র ও রণসরঞ্জাম পার্শ্ববর্তী দেশ বেলারুশে মজুদ করছে বলে অভিযোগ তুলেছে ইউক্রেন। সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কিয়েভের রাজধানী ঘেরাও করে একটি আক্রমণ চালানোর জন্য নতুন পরিকল্পনার অংশ হিসেবে রাশিয়া ওই অস্ত্র মজুদ করছে বলে দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী।
ক্রিমিয়াতেও রুশ বাহিনী অস্ত্রের সরবরাহ বাড়াচ্ছে বলে ইউক্রেনের সেনাবাহিনী স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে এক বিবৃতিতে জানিয়েছে।
এখন পর্যন্ত রুশ বাহিনীকে ইউক্রেন সাফল্যের সঙ্গে প্রতিহত করছে দাবি করে ওই বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার সামরিক নেতৃত্ব বুঝতে শুরু করেছে যে ইউক্রেনের অস্থায়ীভাবে দখলকৃত অঞ্চলগুলো ধরে রাখা ও হামলা চালিয়ে যাওয়ার জন্য তাদের পর্যাপ্ত সক্ষমতা নেই।