Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 24, 2024
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রবৈঠকে বসছে মার্কিন ইলেক্টোরাল কলেজ

বৈঠকে বসছে মার্কিন ইলেক্টোরাল কলেজ

বৈঠকে বসছে মার্কিন ইলেক্টোরাল কলেজ

মার্কিন ইলেক্টোরাল কলেজ এর ৫৩৮ প্রতিনিধি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিকতা সারতে বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানা গেছে। ৫০টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার তরফে সোমবার তারা পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করবেন।

গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনের ফল অনুযায়ী আকস্মিক দলত্যাগ ছাড়া জো বাইডেন ৩০৬টি ইলেক্টোরাল ভোট পাবেন বলে আশা করা হচ্ছে। অপর দিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেতে পারেন ২৩২টি ভোট। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইলেক্টোরাল কলেজ প্রতিনিধিদের বৈঠকের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে নির্বাচন পরবর্তী উত্তেজনার অবসান হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনের পর নিজের বিপুল পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে জালিয়াতির অভিযোগ এনে বেশ কয়েকটি মামলা দায়ের করেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত সেসব মামলায় আনা অভিযোগের পক্ষে কোনও গ্রহণযোগ্য প্রমাণ হাজির করতে পারেননি তিনি।

রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারেও ডোনাল্ড ট্রাম্প দাবী করেন, সবকিছু শেষ হয়ে যায় নি। সম্ভবত একজন অবৈধ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসতে যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ওই সাক্ষাৎকারের পর এক টুইটার পোস্টে মার্কিন সুপ্রিম কোর্টকে আক্রমণ করে বলেন তার মামলাকে সমর্থন করতে ভয় পেয়েছে আদালত।

ডোনাল্ড ট্রাম্পের হাকডাকের পরও গত ৩ নভেম্বর নির্বাচনের ফলাফল ইতোমধ্যে অনুমোদন করে দিয়েছে ৫০টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া। প্রেসিডেন্ট হিসেবে জয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ন্যুনতম ২৭০টিরও বেশি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করার পাশাপাশি জো বাইডেন রেকর্ড ৮ কোটি ১৩ লাখ ভোট পেয়েছেন। যা এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের ৫১.৩ শতাংশ। অপর দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৬.৮ শতাংশ বা সাত কোটি ৪২ লাখ ভোট।

তবে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী সরাসরি ভোটাররা নয় প্রেসিডেন্ট নির্বাচন করেন ভোটারদের মাধ্যমে নির্বাচিত হওয়া ইলেক্টোরাল কলেজ প্রতিনিধিরা। প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শেষ করতে সোমবার বৈঠকে বসবেন ইলেক্ট্রোরাল কলেজ সদস্যরা।

নির্বাচন প্রক্রিয়া শেষ হলে সোমবার সন্ধ্যায় জো বাইডেন ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।❐

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment