ব্রাজিল ছাড়লেন বিদায়ী বলসোনারো, লুলা আসছেন ক্ষমতায়
জেইর বলসোনারোর নির্বাচনে পরাজয়ের পর তার জায়গায় ব্রাজিলের ক্ষমতায় বসতে যাচ্ছেন বামপন্থী লুলা ডি সিলভা। পহেলা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন লুলা।
ক্ষমতা হস্তান্তরের সেই অনুষ্ঠানে না থাকতেই শুক্রবার যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন বিদায়ী বলসোনারো। দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশে ভাষণও দিয়েছেন এই ডানপন্থী নেতা।
বিদায়ী ভাষণে বলসোনারো বলেছেন, তিনি রণাঙ্গনে হেরেছেন কিন্তু যুদ্ধে নয়।
লুলার অবর্তমানে এক দিনের জন্য ব্রাজিলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট হ্যামিল্টন মৌরাও।
পহেলা জানুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন লুলা। সেই উপলক্ষে দেশটির রাজধানী শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বহনও করা হয়েছে নিষিদ্ধ।
সূত্র: আল জাজিরা