ব্রিটিশ সাবমেরিনে কর্মরত নারীদের যৌন নির্যাতনের অভিযোগ
যুক্তরাজ্যের নৌবাহিনীতে কর্মরত, বিশেষ করে রয়েল সাবমেরিনে কর্মরত নারীরা তাদের শীর্ষ কর্মকর্তাদের দ্বারা প্রতিনিয়ত শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। এমন বেশ কয়েকটি অভিযোগের পর দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন রয়েল নৌবাহিনীর প্রধান।
হুঁশিয়ার করে তিনি বলেন, ব্রিটেনের নৌবাহিনীতে কোনো নারী নির্যাতনকারীর স্থান হবে না। ডেইলি মেইলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রয়েল সাবমেরিনে কর্মরত বেশ কয়েকজন নারী অভিযোগ করেন, তারা সব ধরনের পদমর্যাদার ব্যক্তিদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হয়েছেন।
তাদের মধ্যে একজন জানান, ঘুমানোর সময় উচ্চ পদমর্যাদার একজনের দ্বারা তিনি যৌন নিপীড়নের শিকার হন। এ ছাড়া গায়ে আঘাত করার মতোও ঘটনা ঘটছে তাদের সঙ্গে।
ডেইলি মেইলকে অপর এক নারী অভিযোগ করে বলেন, এক কর্মকর্তা তার রুমে মডেলদের নগ্ন ছবি ও ৫০ সেন্ট পাঠিয়ে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন।
রয়েল সাবমেরিনে কর্মরত নারীদের অনেক সময় যৌনকাজে বাধ্য করা হতো। রাজি না হলেই ক্লিপবোর্ড বা কলম দিয়ে আঘাত পর্যন্ত করা হতো।
দাবি করা হয়, ২০১১ সালে ব্রিটিশ নৌবাহিনীতে নারী কর্মী নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর থেকে বেড়েছে এমন নির্যাতনের ঘটনা।
অপর এক নারী বলেন, ২০১৯ সালে বিশেষ এক অনুষ্ঠানে এক কর্মকর্তা মদপান করে তার স্কার্টে হাত দিয়েছিলেন। এমন ঘটনা প্রতিনিয়ত হয়ে আসছে বলে জানান তিনি।
২০১৯ সালের তথ্য অনুযায়ী, রয়েল সাবমেরিন সার্ভিসে যুক্ত আছেন মাত্র ১ শতাংশ নারী। যৌন নির্যাতনের মতো ঘটনার জেরে দিন দিন এই পেশা থেকে নারীরা আগ্রহ হারিয়ে ফেলছে বলেও উল্লেখ করা হয়।