ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু
প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে হারিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে ভারতের রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন দ্রৌপদী মুর্মু। খবর এবিপি নিউজ।
দ্রৌপদী মুর্মু ভারতের আদিবাসী সম্প্রদায়ের নাগরিক হিসেবে প্রথম যিনি রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছিল ভোট গণনা।
গত সোমবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ভারতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। আজ ২১ জুলাই তারই ফল বেরোল। এখন রাষ্ট্রপতি পদে রয়েছেন রামনাথ কোবিন্দ, তার মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। নতুন রাষ্ট্রপতি ২৫ জুলাই শপথ নেবেন।
কত সাংসদের ভোট
দ্রৌপদী মুর্মুকে ৫৪০ জন সাংসদ ভোট দিয়েছেন। তার ভিত্তিতে দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত ভোটের ভ্যালু ৩,৭৮,০০০। যশবন্ত সিনহাকে ২০৮ জন সাংসদ ভোট দিয়েছেন। তার ভিত্তিতে যশবন্ত সিনহার প্রাপ্ত ভোটের ভ্যালু ১,৪৫,৬০০। ১৫টি ভোট অবৈধ ঘোষিত হয়। এর ফলে প্রথম রাউন্ডে অনেকটাই এগিয়ে যান দ্রৌপদী মুর্মু। তারপর ক্রমশ ব্যবধান বাড়িয়েছেন দ্রৌপদী মুর্মু।
জয়ের পরেই দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রাী নরেন্দ্র মোদি। ভারতের যে যে সাংসদ ও বিধায়করা দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানিয়েছেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
জয়ের পরেই শুরু হয়েছে শুভেচ্ছাবার্তা পাঠানো। লোকসভার স্পিকার ওম বিড়লা অভিনন্দন জানিয়েছেন দ্রৌপদী মুর্মুকে।
রাহুল গান্ধিও অভিনন্দন জানিয়েছেন ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে।
Delhi | Prime Minister Narendra Modi greets and congratulates #DroupadiMurmu on being elected as the new President of the country. BJP national president JP Nadda is also present.
Visuals from her residence. pic.twitter.com/5wrcpCXElC
— ANI (@ANI) July 21, 2022