Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 21, 2024
হেডলাইন
Homeপ্রধান সংবাদভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নত হয়েছে: মোদি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নত হয়েছে: মোদি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নত হয়েছে: মোদি

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিল্লির রামলীলা ময়দানে জনসভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, এনআরসি বা ক্যাব নিয়ে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কের কোনো টানাপোড়েন নেই। আমরা শরণার্থীদের সাহায্য করছি। পড়শি দেশে যাঁরা ধর্মের কারণে পীড়িত, তাঁদের সাহায্য করা হবে।

বংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়কে উদ্দেশ্য করে তিনি বলেন, দিদি অত্যন্ত সাদাসিধে মানুষ। কিছুদিন আগেও সংসদে দাঁড়িয়ে চিত্কার করে বলেছিলেন, বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের আটকানো হোক। ওখানে থেকে আসা শরণার্থীদের সাহায্য করা হোক। স্পিকারের কাছে গিয়ে কাগজ ছুড়েছিলেন। মমতা দিদি! এখন কী হল আপনার। এখন কেন গুজব ছড়াচ্ছেন?

মোদির দাবি, কংগ্রেস আর আর্বান নকশালরা দেশের মানুষকে এনআরসি নিয়ে ভুল বোঝাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে শুধু আসামেই এনআরসি করা হয়েছে। অন্য কোথাও এনআরসি-র কথা হচ্ছে না।

তিনি বলেন, শহরের কিছু পড়াশোনা করা মানুষ ও  নকশালরা রটাচ্ছেন দেশের মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। কিন্তু যে কোনও একজনকে প্রশ্ন করুন কোথায় রয়েছে ডিটেনশন সেন্টার? বলবে, সবাই বলছে তাই শুনছি। এসব কংগ্রেস ও আরবান নকশালদের প্রচার। এসব প্রচারে বিশ্বাস করেই রাস্তায় নেমে সরকারি সম্পত্তি ধ্বংস করছে কিছু লোক।

নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে মোদি বলেন, দেশের কোনও মানুষের জন্যই এই আইন নয়। তা সে হিন্দুই হোক বা মুসলমান। একথা সংসদে বলা হয়েছে। দেশের ১৩০ কোটি মানুষের জন্য নয়। দ্বিতীয়ত এনআরসি। কংগ্রেসের আমলে তৈরি হয়েছিল। আমরা তো বানাইনি।

পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের যন্ত্রণা নিয়ে মোদী বলেন, পাকিস্তানে সংখ্যালঘুদের ওপরে কী ধরনের অত্যাচার হয় তা গোটা বিশ্ব জানে। সেখানে এখনও কোনও সংখ্যালঘু চায়ের দোকানে চা পান করলে চায়ের ভাঁড়ের দাম দিতে হয়। সেই ভাঁড়ও ঘরে নিয়ে যেতে হয়। এরা যখন এদেশে এসে তাঁদের কথা বলেন তাখন তাঁদের কথা শুনুন।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment