ভারতে আরও এক কৃষকের আত্মহত্যা
ভারতের বিতর্কিত তিন কৃষির আইনের বিরুদ্ধে প্রতিবাদকারী এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শনিবার সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, কাশ্মির সিং (৭৫) নামের ওই কৃষক দিল্লি ও উত্তর প্রদেশের সংযোগকারী গাজীপুর সীমান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতে কৃষক কাশ্মির সিং উত্তর প্রদেশের রামপুর জেলার বাসিন্দা। কৃষকদের কাছে তিনি ‘বাপু’ নামে পরিচিত ছিলেন।
সূত্রের খবর অনুযায়ী, কাশ্মির সিং একটি সুইসাইড নোট লিখে গেছেন। যেখানে এই ভয়াবহ ঘটনার জন্য তিনি কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন। তবে, পুলিশ এখনও তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারে নি।
ভারতীয় কৃষক ইউনিয়নের (বিকেইউ) নেতা রাকেশ টিকাইতের মতে, নিহত কৃষক তার মরদেহ প্রতিবাদস্থলে দাহ করার কথা উল্লেখ করে গেছেন সুসাইড নোটে।
ইন্ডিয়া টুডে জানায়, প্রতিবাদ এলাকায় এটি প্রথম আত্মহত্যার ঘটনা নয়। এ পর্যন্ত ৩০ জনের বেশী কৃষক নানা কারণে আত্মহত্যা করে মারা গেছেন।
ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হরিয়ানার কার্নালের এক পুরোহিত দিল্লির সিঙ্গু সীমান্তের কাছে আত্মহত্যা করে মারা যান। তার সুইসাইড নোট অনুসারে, কেন্দ্রের তিন নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদকারী কৃষকদের প্রতি একাত্মতা প্রকাশ করে তিনি নিজেকে গুলি করেন।❐