ভারতে এবার পুলিশে আটক হলেন সাবেক প্রেসিডেন্টের মেয়ে
ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিকে পুলিশ আটক করেছে। সদ্য পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে আন্দোলন। বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি বিরোধী দলগুলো এ আইনের বিরোধিতা করছে।
এবার এ আইনের বিরোধিতা ও আন্দোলন করায় আটক করা হলো দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিকে। বিজেপি নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে থেকে শর্মিষ্ঠাকে আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রণব মুখার্জির মেয়ে ও দিল্লি মহিলা কংগ্রেস প্রধান শর্মিষ্ঠা মুখার্জি কিছু নেতাকর্মী নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিল বের করেন। মিছিলটি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে গেলে পুলিশ শর্মিষ্ঠা মুখার্জিকে আটক করে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, শর্মিষ্ঠা মুখার্জি ছাড়াও দিল্লি মহিলা কংগ্রেসের আরও ৫০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকদের মন্দির মার্গ থানায় রাখা হয়েছে।