ভারতে এবার ‘হোয়াইট ফাঙ্গাস’ আতঙ্ক
ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণার দিনে ভারতে দেখা দিয়েছে নতুন আতঙ্ক। বৃহস্পতিবার বিহারে ছত্রাকবাহিত রোগ ‘হোয়াইট ফাঙ্গাসে’ আক্রান্ত হয়েছে ৪ জন করোনা রোগি।
দ্রুত ব্যবস্থা না নিলে এটিও ব্ল্যাক ফাঙ্গাসের মতো ব্যাপক আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আনন্দবাজার জানায়, বৃহস্পতিবার বিহারে পাটনা হাসপাতালে ৪ জন এই ছত্রাকে সংক্রমিত হয়েছেন। চিকিৎসকদের একাংশের দাবি, এটি ব্ল্যাক ফাঙ্গাসের চেয়েও বিপজ্জনক।
সাধারণত ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণে মুখের আশপাশের অঙ্গ, দাঁত ও চোখ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তবে চিকিৎসকরা বলছেন হোয়াইট ফাঙ্গাস ফুসফুস, যকৃৎ, বৃক্ক, যৌনাঙ্গসহ বিভিন্ন অঙ্গে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
নখের মাধ্যমে শরীরের নানা জায়গায় ছড়িয়ে পড়ে এই ছত্রাকবাহিত রোগ। তবে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে মৃত্যুর হার বেশি হলেও হোয়াইট ফাঙ্গাস নিয়ে এ ধরণের কোন গবেষণা হয়নি।
এছাড়াও বিহারে যে ৪ জনের দেহে সংক্রমণ পাওয়া গেছে, তাদের করোনার উপসর্গ থাকলেও পরীক্ষায় ধরা পড়ে নি। তাই করোনার লক্ষণ গোপন করতেও হোয়াইট ফাঙ্গাসের ভূমিকা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।❐