ভারতে করোনাভাইরাসে ঘণ্টায় ১৭ জনের মৃত্যু
ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ১৮৬ জন মারা গেলেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে ৫ হাজার ৭৩৪ জন আক্রান্ত হয়েছেন।
এদিকে বিশ্বজুড়ে মহামারী সৃষ্টিকারী নভেল করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যায় স্পেনকে ছাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার সকালে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১৪ হাজার ৮১৭ জনে দাঁড়িয়েছে, যেখানে স্পেনে মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৯২ জন।
বিশ্বজুড়ে ইটালির পর এখন যুক্তরাষ্ট্রেই কোভিড-১৯ এ মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে গতকাল একদিনেই মারা গেছে ১ হাজার ৯৪০ জন। মৃতদের প্রায় অর্ধেকই নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের।
বুধবার নিউ ইয়র্কে একদিনেই ৭৭৯ জনের মৃত্যু হয়েছে। প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এটিই একদিনে নিউ ইয়র্কে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা।
এতে অঙ্গরাজ্যটিতে মৃতের সংখ্যা ৬ হাজার ২৬৮ জনে দাঁড়িয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।◉