ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে
ভারতে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। কেরালায় একই পরিবারের পাঁচ সদস্যের শরীরে ধরা পড়েছে এ নাভাইরাস। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯ এ।
কেরল রাজ্য প্রশাসন সূত্রে খবর, ভাইরাসে আক্রান্ত ওই পরিবারের তিন সদস্য সম্প্রতি ইতালিতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তাঁরা। তখনই কয়েকটি উপসর্গ লক্ষ্য করতেই ওই আত্মীয়রা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন। তার পরই আক্রান্ত পরিবারের সদস্যদের আইসোলেশন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হয়।
কেরালাতেই সবথেকে বেশি সংখ্যক করোনা আক্রান্ত রয়েছে। রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা জানিয়েছেন, ওই পরিবার এয়ারপোর্টে তাদের ট্রাভেল হিস্টরি জানায়নি, এমনকি তাদের স্ক্রিনিংও হয়নি। তাঁরা হাসপাতালে ভর্তি হতে রাজি হননি বলেও জানিয়েছেন মন্ত্রী।
ইতিমধ্যেই করোনা ভাইরাসের মোকাবিলায় একাধিক ব্যবস্থা নিয়েছে ভারতের স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে ব্যাপারে ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির আলোচনা চলছে।
বিদেশি নাগরিকদের ভারতে ঢুকতে হলে মেডিক্যাল স্ক্রিনিং-এর মধ্যে দিয়ে যেতেই হবে বলে সাফ জানিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
ভারতের বিভিন্ন শহরে করোনার চিকিৎসার জন্য অনেকগুলি সেন্টার খোলা হয়েছে। বিভিন্ন হাসপাতালেও আইসোলেশন ওয়ার্ডের ব্য়বস্থা করা হয়েছে। ♦