ভারতে কৃষকদের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান
ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কৃষক নেতারা।
মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সমঝোতার প্রস্তাব নাকচ করে দিয়ে তারা দাবী আদায় না হওয়া পর্যন্ত ‘ভারত বনধ’ কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বুধবার ষষ্ঠবারের মতো কৃষকদের সঙ্গে আলোচনার চেষ্টা করে ব্যর্থ হয় মোদি সরকার। এবার বৈঠক করবেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। এদিকে কৃষি আইন বাতিলের দাবিতে আগস্টে শুরু হওয়া এ আন্দোলন জোরদার হচ্ছে প্রতিদিন।
বুধবারও দিল্লি-হরিয়ানা সীমান্তসহ বেশ কিছু সংযোগ সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। রাজধানী দিল্লির পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, তেলেঙ্গানা আর কর্নাটকেও আন্দোলন চলছে।
কৃষকরা মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত দিল্লি-মিরাট সড়ক অবরোধ করে রাখে। বিক্ষোভরত অবস্থায় মৃত্যু হয় দুই কৃষকের। কৃষকদের দাবীর প্রতি একাত্মতা জানিয়েছে প্রবাসী ভারতীয়সহ সর্বস্তরের মানুষ।
নতুন প্রস্তাবিত কৃষি আইনে কৃষকরা স্বাধীনভাবে চাষাবাদ করতে পারবে না- এমন আশঙ্কা থেকেই ডাকা হয়েছে ‘ভারত বনধ।’ এতে অচল হয়ে পড়েছে রাজধানী নয়া দিল্লি। ১০ দফা দাবী নিয়ে রাজপথে বিক্ষোভে নেমেছে কৃষকরা। তাদের সমর্থন জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেসসহ মোট ১৮টি দল।
সম্প্রতি ক্ষমতাসীন দল বিজেপি কৃষি আইনে সংস্কারে ৩টি প্রস্তাব করে। এর ফলে কৃষকদের কাছ থেকে যত খুশি ফসল কেনার সুযোগ পাচ্ছে মালিকপক্ষ। অগ্রিম অর্থ দিয়ে কী ফসল চাষ করতে হবে সেটিও নির্ধারণ করতে পারবে মালিকপক্ষ। কৃষকদের ধারণা, এ আইনের ফলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে এবং শেষ পর্যন্ত তারা মালিকপক্ষের দাসে পরিণত হবে।❐