ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩২ জনের মৃত্যু
ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
এ নিয়ে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৮ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের হিসেব অনুযায়ী, দেশটিতে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন।
এনডিটিভি জানিয়েছে, এ নিয়ে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৩১৪ জনে।
ভারতের সরকারি এক পরিসংখ্যান বলছে, ভারতে করোনা সংক্রমণের মোট সংখ্যার প্রায় ৩০ শতাংশই তাবলিগ-ই-জামাতের সদস্য।
গত মাসে দিল্লির নিজামুদ্দিন এলাকায় ইসলামী সম্প্রদায় তাবলিগ-ই-জামাত একটি বিরাট ধর্মীয় সমাবেশের আয়োজন করে যাতে যোগ দেন বহু বিদেশিও। ওই জমায়েত থেকেই করোনা সংক্রমণ বেড়ে ছড়িয়ে পড়ে গোটা দেশে।
এদিকে ভারতে করোনাভাইরাস সংক্রমণ রোধে গোটা দেশে ২১ দিনের লকডাউন চলছে।
এই সময় দেশবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের না হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই লকডাউন চলবে।◉