ভারতে বছরের সর্বোচ্চ করোনা সংক্রমণ
করোনা সংক্রমণের নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। গত ২৪ ঘন্টায় (সোমবার, ১৫ মার্চ) দেশটিতে ২৬ হাজার ২৯১ জনের দেহে করোনা ধরা পড়ে। যা এবছরের মধ্যে দেশটির সর্বোচ্চ সংক্রমণ হার।
নতুন আক্রান্তদের মধ্যে পশ্চিমাঞ্চলের রাজ্য মহারাষ্ট্রেই অধিকাংশ রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। করোনা সংক্রমণের শুরু থেকেই ভারতের এই অঞ্চলকে বিপদজনক এলাকা হিসেবে কোভিড হটস্পট ধরা হচ্ছে।
২০২০ সালের শেষে ভারতে করোনার প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও, ২০২১ সালের শুরু থেকেই জনগণের স্বাস্থ্যবিধি না মেনে চলাসহ বিভিন্ন কারণে দেশটিতে সংক্রমণ বাড়তে থাকে।
এ পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ১০ লাখ। আর করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে দেড় লাখ।
কেরলা, পাঞ্জাব, কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু, হরিয়ানা ও মধ্যপ্রদেশে এবছর করোনা সংক্রমণ দেখা গেছে সবচেয়ে বেশি।❐