ভারতে শতবর্ষী ভোটার আড়াই লাখ
ভারতে আড়াই লাখ ভোটারের বয়স ১০০ বছরের ওপরে। এ ছাড়া অশীতিপর ভোটারের সংখ্যা দুই কোটির কাছাকাছি। গতকাল বুধবার এই পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির জাতীয় নির্বাচন কমিশন। খবর ইন্ডিয়া টুডে।
পরিসংখ্যান অনুসারে শতবর্ষ পার হওয়া ভোটার দুই লাখ ৫৫ হাজার ৫৯৮ এবং আশি বছরের ঊর্ধ্বে ভোটার ১ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৩৪৭ জন। ১৮-১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ১ কোটি ৫২ লাখ ৩৪ হাজার ৩৪১। ২০-২৯ বছর বয়সী ভোটার ২০ কোটি ৬ লাখ ৬৫ হাজার ৪৩৬ জন।
সম্প্রতি প্রয়াত হয়েছেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামশরণ নেগি। চলতি মাসেই জীবনের শেষ ভোট দিয়েছিলেন ১০৬ বছর বয়সী এ ভারতীয় নাগরিক। ভোটদানের আগে তিনি বলেছিলেন, জানি, মৃত্যুর সময় চলে এসেছে। কিন্তু মরার আগে ভোটটা দিয়ে যেতে চাই।
গত ২ নভেম্বর হিমাচল প্রদেশের চতুর্দশ বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন শ্যামশরণ। সেটি ছিল তার জীবনের ৩৪তম ভোট।