ভারত ও পাকিস্তান পরমাণু কেন্দ্র ও জেলবন্দিদের তালিকা বিনিময় করল
নিজেদের পরমাণু কেন্দ্র ও জেলবন্দিদের তালিকা বিনিময় করেছে এশিয়ার চির বৈরী দুই দেশ ভারত-পাকিস্তান। তিন দশক ধরে এ প্রথা মেনে আসছে দেশ দুটি।
বছরের প্রথম দিন বুধবার নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের এক প্রতিনিধির কাছে ভারতের পক্ষ থেকে এ তালিকা তুলে দেওয়া হয়।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিকে এ তালিকা দেয় পাকিস্তান। অন্যদিকে নয়া দিল্লিতেও সকাল সাড়ে ১১ টার দিকে পররাষ্ট্র মন্ত্রাণালয়ের পক্ষ থেকে এ তালিকা দেওয়া হয় পাক হাই কমিশনের প্রতিনিধিকে। এ সময় বন্দি তালিকা, নিঁখোজ মৎস্যজীবী ও সামরিক কর্মীদের তালিকাও বিনিময় করে দিল্লি- ইসলামাবাদ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, দিল্লির পক্ষ থেকে পাকিস্তানকে মোট ২৬৭ জন সাধারণ পাক নাগরিক ও ৯৯ জন মৎস্যজীবীর তালিকা দেওয়া হয়েছে।এদিকে পাকিস্তান মোট ৫৫ জন সাধারণ ভারতীয় নাগরিক ও ২২৭ জন মৎস্যজীবীর তালিকা দিয়েছে।
১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর দেশ দুইটির মধ্যে পরমাণু হামলা নিষেধ চুক্তি (এগ্রিমেন্ট অন দ্য প্রহিবিশন অব অ্যাটাক এগেইনস্ট নিউক্লিয়ার ইন্সটলেশন) স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুসারে প্রতি বছর ১ জানুয়ারি দুই দেশ নিজেদের পারমাণবিক কেন্দ্রের তালিকা অন্য দেশের হাতে তুলে দেয়। ১৯৯২ সালের ১ জানুয়ারি থেকে এই প্রথা মেনে চলা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।