ভারত থেকে নষ্ট পেঁয়াজ এল বাংলাদেশে
বাংলাদেশে ভারতের পেঁয়াজ আসতে শুরু করেছে। তবে বন্দরে পাঁচদিন আটকে থাকায় ট্রাকেই নষ্ট হয়ে গেছে এক তৃতীয়াংশ পেঁয়াজ। এতে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট আমদানিকারকরা।
শনিবার দুপুরের দিকে আমদানি করা পেঁয়াজগুলো খালাসের সময় এ চিত্র দেখা যায়। এতে যাদের পেঁয়াজ এখনও আটকে রয়েছে তারা পুঁজি হারিয়ে পথে বসার আশঙ্কা করছেন।
আমদানিকারক খাদিজা এন্টারপ্রাইজের প্রতিনিধি গণমাধ্যমকে জানান, তার আটকে থাকা সাত ট্রাক পেঁয়াজের মধ্যে এক ট্রাকে ৩০ টন বাংলাদেশে প্রবেশ করেছে। যার মধ্যে ১০ টনের মতো পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, আটকে পড়া বাকি ট্রাকগুলো দ্রুত না এলে সেগুলোর পেঁয়াজও পুরোটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশী। এতে করে পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়বেন তার মতো অনেক আমদানিকারক।
এদিকে জেলা সদর ও শিবগঞ্জের বাজারগুলোতে পেঁয়াজ আমদানির খবর ছড়িয়ে পড়ার পর এর প্রভাব পড়েছে। স্থানীয় বাজারে কেজি প্রতি ১০ টাকা কমেছে। বাজারে এখন ৫০-৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।❐