ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ, ১ জন নিহত
গেল বছর ১৪ ফেব্রুয়ারি আজকের দিনে কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ৪০ ভারতীয় জওয়ানের। এক বছর পর সেই একই দিনে উত্তেজনা ছড়াল ভারত ও পাকিস্তান সীমান্তে।
শুক্রবার জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সংঘর্ষে জড়িয়েছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী।
ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, বিনা প্ররোচনায় শেলিং করতে শুরু করে পাক বাহিনী। শাহপুর এবং কেরনি সেক্টরে এই শেলিং-এর ঘটনা ঘটে। এই ঘটনার উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। দু পক্ষের গোলাগুলিতে একজন সাধারণ ভারতীয় নিহত হয়েছে।
তবে পাকিস্তানের তরফ থেকে এখনও কোনও বক্তব্য দেওয়া হয় নি। দু পক্ষ থেকে এখনও গোলাগুলি চলছে। ফলে সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষকে।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় নিহত হন ৪০ সিআরপিএফ জওয়ান। জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। সিআরপিএফের প্রায় ৭৮টি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে। তবে এর প্রেক্ষিতে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। পাল্টা জবাবে ভারতেও হামলা করে পাকিস্তান। তাতে তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি। এরপর থেকে সীমান্তে নিয়মিতই সংঘর্ষে জড়াচ্ছে দুই দেশ।