‘ভুল করে’ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ার দায়ে ভারতীয় বিমান বাহিনীর ৩ কর্মকর্তা বরখাস্ত
মার্চে ‘ভুল করে’ ভারত থেকে পাকিস্তানের ভিতরে ব্রহ্ম ক্ষেপণাস্ত্র ছোঁড়ার জন্য ভারতের বিমান বাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ভারত সরকারকে উদ্ধৃত করে মঙ্গলবার অনলাইন এনডিটিভি এ খবর দিয়েছে। বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, এ বছর ৯ই মার্চ দুর্ঘটনাবশত ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ঘটনা যাচাই করতে গঠন করা হয় কোর্ট অব ইনকোয়ারি।
এতে দেখা যায়, ভুল করে ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার সঙ্গে জড়িত তিন কর্মকর্তা। তারা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস থেকে বিচ্যুত হয়েছিলেন। ঘটনার জন্য প্রাথমিকভাবে ওই তিন কর্মকর্তাকে দায়ী করা হয়। কেন্দ্রীয় সরকার তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ওই কর্মকর্তাদের কাছে ২৩শে আগস্ট এ সংক্রান্ত নির্দেশ পৌঁছে দেয়া হয়েছে।
মার্চে ওই ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের কাছে ‘গভীর অনুশোচনা’ প্রকাশ করে এবং এ জন্য যান্ত্রিক ত্রুটি দায়ী বলে দাবি করে। ওদিকে পাকিস্তানের তথ্যমতে, ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশসীমার ভিতরে কমপক্ষে ১০০ কিলোমিটার ভিতরে উড়ে যায়। এ সময় এর উচ্চতা ছিল ৪০ হাজার ফুট। এর গতি ছিল শব্দের গতির তিনগুন। তবে এই ক্ষেপণাস্ত্রে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। ফলে তা বিস্ফোরিত হয়নি।