Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 21, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকভোটারের বয়স ১৬ করতে চায় জার্মান সরকার

ভোটারের বয়স ১৬ করতে চায় জার্মান সরকার

ভোটারের বয়স ১৬ করতে চায় জার্মান সরকার

১৬ বছর বয়স হলেই একজন জার্মান জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন—এমন নিয়ম করতে চায় দেশটির সরকার। কিন্তু এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জনমনে।

জার্মানির সংবিধান অনুযায়ী, কোনো জার্মান নাগরিক ১৮ বছর বয়স হলেই ভোট দিতে পারেন। বয়সের এই সীমা কমিয়ে ১৬ বছর করার কথা ভাবছে দেশটির মধ্য বামপন্থী সরকার।

জোট সরকারের তিন দল সামাজিক গণতন্ত্রী এসপিডি, নব্য উদারপন্থী ব্যবসাবান্ধব দল এফডিপি ও পরিবেশবান্ধব গ্রিন পার্টি এই নীতিকে সমর্থন করছে।

তবে এ নিয়ে মিশ্র মতামত জনমনে। জনমত জরিপে দেখা গেছে, অন্তত ৬০ ভাগ মানুষ এই ধারণাটিকে পছন্দ করছেন না। জরিপ সংগঠন আইএনএসএ সম্প্রতি এমন একটি জরিপে দেখেছে, ৬২ ভাগ মানুষ সংসদ নির্বাচনে এত কমবয়সীদের অংশগ্রহণের সিদ্ধান্ত না নেওয়ার পক্ষে মত দিয়েছে।

সাত বছর আগেও এমন আরেক জরিপে দেখা গেছে, ৮০ ভাগ মানুষ বিষয়টিকে সমর্থন করছে না।

এদিকে জোট সরকারের তিন দল বিষয়টিকে সমর্থন করলেও রক্ষণশীল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) ও তাদের সহযোগী ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ) তা সমর্থন করেনি। তাদের সমর্থকদের মধ্যে বয়স্ক লোকের সংখ্যা বেশি।

হিসাবে দেখা গেছে, ১৬ বছর ভোটারের সর্বনিম্ন বয়স হলে নতুন ১৫ লাখ ভোটার যুক্ত হবেন আগামী নির্বাচনে।

২০২১ সালের নির্বাচনে মোট ছয় কোটি ১১ লাখেরও বেশি ভোটার নিবন্ধিত ছিলেন।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment